Saturday, June 20, 2015

মজার jokes part 2

ইচ্ছেপূরণ

 প্রেমিকার বাবা, "তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?"
প্রেমিক, "হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো!"
প্রেমিকার বাবা, "এতো শিওর হচ্ছ কি করে?"
প্রেমিক, "আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না!"

কোথায় আছো?

 

আমাদের পল্টু হোয়াটস আপে তার বান্ধবীকে মেসেজ দিলো, "হাই, কোথায় আছো?"
বান্ধবী উত্তর দিলো, "হ্যাললো! আমি এখন বাবার বিএমডব্লিউ চড়ে ক্লাবে যাচ্ছি। ড্রাইভার আমাকে ক্লাবে ছেড়ে চলে যাবে। ক্লাব থেকে বেরিয়ে আমি মলে শপিং করতে যাবো। তখন তোমায় ফোন করবো। তুমি কোথায়?"
পল্টু মেসেজ করলো, "আমি ৪০৩ নম্বর বাসে করে যাচ্ছি। তোমার সিটের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছি। তুমি টিকিট করো না। আমি তোমার টিকিটও কেটে নিয়েছি।"

কখন ফোন করবো

পল্টুর কিছুদিন হলো একটা কেস হয়েছে। কেস মানে ইয়ে, ঐ আর কি, গার্লফ্রেণ্ড। মেয়েটার নাম রেশমী।
paltu
তা পল্টু রেশমীকে জিজ্ঞেস করলো, "ডার্লিং তোমাকে কোন সময় ফোন করতে পারবো?"
রেশমী বললো, "তোমার যখন ইচ্ছে তখনই করতে পারো।"
পল্টু, "গতকাল তো আমি তোমাকে ফোন করেছিলাম।"
রেশমী, "ওঃহো! তখন তো আমি শুয়ে ছিলাম। অতো তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠিই না।"
পল্টু, "আচ্ছা! তাহলে কাল এগারোটার সময় ফোন করবো।"
রেশমী, "না না! তখন বাবা ঘরে থাকবেন।"
পল্টু, "তাহলে তিনটার সময় করবো।"
রেশমী, "আরে না। তখন তো লাঞ্চ টাইম।"
পল্টু, "তাহলে পাঁচটার সময়?"
রেশমী, "না না! তখন তো আমার ফেভারিট সিরিয়ালটা দেখায়।"
পল্টু, "ঠিক আছে। তাহলে আমি রাতে ফোন করবো।"
রেশমী, "না। রাতে সবাই ঘরে থাকবে।"
পল্টু, এবার বিরক্ত হয়ে, "তাহলে ফোনটা করবো কখন?"
রেশমী, "যখন তোমার ইচ্ছে হয় তখনই করে নিয়ো!"

স্ত্রীর বিরুদ্ধে এফ আই আর

 

মিঃ নাইডু সকালবেলাই থানায় গিয়ে হাজির। বড়বাবুকে বললেন যে তিনি নাকি তার স্ত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনতে চান।
বড়বাবু মিঃ নাইডুকে চেয়ারে বসিয়ে ঠাণ্ডা হওয়ার সময় দিয়ে, তারপর বললেন, "তা অভিযোগটা ঠিক কি হবে?"
মিঃ নাইডু, "যেকোনও ছোটখাটো কথা কাটাকাটির মধ্যেও আমার স্ত্রী আমাকে চপ্পল ছুঁড়ে মারে!"
বড়বাবু, "এই অত্যাচার কদ্দিন ধরে চলছে?"
নাইডু, "পাঁচ বছর।"
বড়বাবু, "পাঁচ বছর? আর আপনি এখন কমপ্লেন লেখাতে এসেছেন?"
নাইডু, "কি বলবো স্যার! পাঁচ বছর ধরে প্র্যাকটিস করতে করতে ওর টিপ এখন অব্যর্থ হয়ে গেছে। আজকাল একবারও টার্গেট মিস করে না!"

২০৫০ সালে ভারতের সংবাদপত্রের কিছু হেডলাইন 

 

কোনদিন কি আপনি ভেবে দেখেছেন, ভবিষ্যতে খবরের কাগজের হেডলাইনে কি লেখা থাকবে?
চলুন, চট করে দেখে নেই যে ২০৫০ সাল নাগাদ আমাদের দেশের, অর্থাৎ ভারতের সংবাদপত্রের হেডলাইনে কি লেখা থাকতে পারে - 
  • আজমল কাসব ৭৫ বছর বয়সে আর্থার রোড জেলে মারা গেছে। মৃত্যুর কারণ হলো অত্যন্ত বেশী মাত্রায় বিরিয়ানি খাওয়ার ফলে কোলেস্টরল বেড়ে যাওয়া।
  • গোলমাল - পার্ট ২৭ গতকাল, শুক্রবারে রিলিজ হয়েছে। তুষার কাপুর এখনও কথা বলতে বা অভিনয় করতে শেখেন নি।
  • শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে আর ভাইপো অজিত পাওয়ার আদ্ধেক মুম্বাই এর মালিকানা নিজেদের নামে করে নিয়েছেন।উদ্ধব আর রাজ দুটো আলাদা সাংবাদিক সম্মেলন করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
  • রাষ্ট্রসঙ্ঘ গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে ফেসবুককে একটা দেশ বলে ঘোষণা করেছে।
  • এ. রাজার ছেলেকে ১৬জি ঘোটালার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
  • দিল্লীতে একটি মেয়ে নিরাপদে পঞ্চাশ ফুট দূরত্ব অতিক্রম করেছে।
  • লাক্ষাদ্বীপ ক্যাটস তেষট্টিতম দল হিসেবে এই বছর থেকে আইপিএল কম্পিটিশনে খেলবে।
  • রাহুল গান্ধীকে ভারতের সবথেকে বেশী এলিজিবল ব্যাচেলার হিসেবে ঘোষণা করা হয়েছে।
  • রাখী সাওয়ান্তের নতুন রিয়াল্যিটি শো, রাখী কা ডিভোর্স - অষ্টম সিজনের টেলিকাস্ট সামনের সপ্তাহ থেকে শুরু হচ্ছে।
  • শচীন তেণ্ডুলকার আগামী বছরের আইপিএলের পরে রিটায়ার করতে পারেন বলে জানিয়েছেন।
  • ভারতীয় রেল গিনেস বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে। বিগত চব্বিশ ঘন্টায় একত্রিশটা দুর্ঘটনা ঘটেছে এবং মোট এক হাজার তেত্রিশ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় সরকারের পরিবার পরিকল্পনা বিভাগের নতুন স্লোগান, "ট্রেন মে যাত্রা কিজিয়ে আউর দেশকী আবাদি কো বঢ়নে সে রোকিয়ে!"
  • ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এক বিজ্ঞপ্তিতে স্বীকার করেছেন যে কার্ল মার্ক্সের জন্মগ্রহণ করাটা এক ঐতিহাসিক ভুল ছিলো।

No comments:

Post a Comment